বিয়ে হলো একটি পবিত্র ও সামাজিক বন্ধন। বিয়ে টিকিয়ে রাখতে গিয়ে যেকোন মানুষকেই পরবর্তী জীবনে খুবই সতর্ক থাকতে হয়। কেননা স্বামী কিংবা স্ত্রী দু’জনের এক জনের বোকামির কারণেও ভেঙে যেতে পারে পবিত্র বন্ধটি। যে বন্ধনেও স্বামীর কাছ অনেক কথা গোপন রাখেন স্ত্রী!
বর্তমানে লাভ ম্যারেজের কদর বেড়েছে ব্যাক্তিগত জীবনে। সেক্ষেত্রে বিয়ের পূর্বেই একে অপরের সাথে অনেকটা মিলেমিশে যান। ভালোমতো জানা সুযোগ হয় হয়ে যায় একে অপরকে। তবে এরপরও অনেক কিছু থেকেই যায় অজানা।
প্রকৃত বিষয় হলো অনেক পুরুষই তারা মনে করেন স্ত্রীর সব বিষয় সম্পর্কেই জানেন। সত্যিকার অর্থে কিন্তু তা নয়। থেকেই যায় ানেক অজানা গল্পগাতা কাহিনী। কেননা নারীদের মনের খবর বুঝে নেওয়াটা সত্যিই খুব জটিল এবং কঠিন।
বহু বিশেষজ্ঞরা মত দিয়েছেন; কিছু কিছু বিষয় রয়েছে যা বুঝে শুনেই স্বামীর কাছে গোপন রাখেন স্ত্রীরা।
চলুন জেনে নেই, কোন কোন বিষয় স্ত্রীরারা তাদের স্বামীর কাছে গোপন রাখতে বেশ পছন্দই করেনঃ
শারীরিক বহু সমস্যা
নারীদের শারীরিক বিভিন্ন সমস্যার কথা স্বামীর কাছে সহজে প্রকাশ করেন না। তবে বহু স্বামী আছেন তা বুঝে নিতে পারেন। আবার অনেক আনাড়ি স্বামী আছে স্ত্রী মুখ ফুটে শারীরিক কষ্টের কথা না জানালে তারা টেরও পান না! সঙ্গী হিসেবে আপনাদের কিন্তু উচিত স্ত্রীর ছোট্র ছোট্র বিষয়ে খেয়াল রাখা।
অফিসের কথা
মহিলারা নিজের অফিসের কথা বেশিরভাগ সময়ই বাড়িতে শেয়ার করতে চান না। অনেকেই তাদের অফিসে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তবুও তা নিজের মনের মধ্যেই রেখে দেন।
স্বামীর কাছেও অনেক সময় অফিসের নানা বিষয় লুকিয়ে রাখেন স্ত্রীরা। আসলে অফিসের চাপ যাতে পরিবারে না পড়ে সে কারণেই নারীরা এ বিষয় লুকিয়ে রাখেন।
টাকা জমানোর বিষয়ে
নারীরা অতি সহজেই টাকা জমাতে পারেন। তবে কঠিন বিষয় হলো; ঠিক কত টাকা তার ব্যাগে জমানো আছে তা দিব্যি স্বামীর কাছে গোপন করেন স্ত্রীরা!! অনেক স্ত্রী কিন্তু স্বামীর পকেট থেকেই টাকা সঞ্চয় করেন।
তাদের শারীরিক ঘনিষ্ঠতা:
নারীরা বেশিরভাগ সময়ই তাদের শারীরিক ঘনিষ্ঠতা নিয়েও চুপ থাকেন। এক্ষেত্রে অবশ্যই স্বামীকেই বুঝে নিতে হবে স্ত্রী ঠিক কী চাচ্ছেন। তবে স্বামী হিসেবে আপনার বুদ্ধিমত্তাই সকল সমস্যা থেকে সমাধানে সহায়তা করবে।
সাংসারিক বিষয়
দেশ বিদেশের বিশেষজ্ঞদের মতে, যে কোন একজন পুরুষ তার সংসারের প্রতি যতটা না যত্নবান হয় এর চেয়ে দ্বিগুণ দায়িত্বশীল থাকেন স্ত্রীরা। তারা তাদের সংসার এমনকি অফিসও সমান তালে সামলান নিজ হাতে।
এক্ষেত্রে একজন নারীর যেমন তার সন্তানকে নিয়েও চিন্তা করেন আবার ঘরে কী রান্না হবে, কখন হবে, আবার অফিসের কী কী কাজ করতে হবে সাথে তাদের যে কোন আত্মীয়ের সমস্যায় কিভাবে পাশে দাঁড়াতে হবে সব বিষয় নিয়েই চিন্তা করতে হয়।
আরো পড়ুন: নিয়মিত মাসিক না হলে করনীয় কি
এ কারণে নারীরা সারাদিন কোনো না কোন বিষয় নিয়ে ভেবে চিন্তে চলেন । যার বেশিরভাগ কথাই স্বামীকে জানান না।
শেষ কথা
এসব বিষয় গুলোই একজন স্ত্রী গোপন করেন তার স্বামীর কাছে, তার মানে এই নয় যে তিনি স্বামীর সাথে প্রতারণা করছেন। ঠিক একইভাবে মূল্যায়ন করলে দেখা যাবে পুরুষের বহু বিষয় সম্পর্কেও তার স্ত্রী ওয়াকিবহল নয়।
তবে তাদের দাম্পত্যে গোপনীয়তা রাখা উচিত নয়। উত্তম হয় বিভিন্ন সমস্যা একে অপরের সাথে মন খুলে কথা বললে। তেই এসব সমস্যার স্থায়ী সমাধান আরও দ্রুত করা সম্ভব হবে। এমনকি ভালো থাকবে সআমী—স্ত্রী’র সম্পর্কও।
সম্মানিত ভিজিটর আমি আব্দুল কাইয়ুম, পেশায় আমি একজন গণমাধ্যমকর্মী। ব্লগ বলেন আর সংবাদ বলেন এটাই আমার নেশা ও পেশা। এই ব্লগের মাধ্যমে ভিজিটরদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করাই আমার ছোট্ট প্রয়াস মাত্র।