বর্ষায় ভ্রমণে করণীয় ও মনে রাখবেন যেসব বিষয়

বর্ষায় ভ্রমণে করণীয় এবং মনে রাখার মত কিছু আলোচনা নিয়েই আজকের লেখাটি। উঁচু পাহাড় কিংবা সমুদ্র- রাস্তা থাকে খুবই পিচ্ছিল। হঠাৎই নামবে ধ্বস। যে কোন সময় আসতে পারে তুফান কিংবা ঝড়ো হাওয়া । তাই ঐ সময়ে খুবই সচেতন থাকতে হবে। মনে রেখো বর্ষায় ভ্রমণকালে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সামগ্রী সাথে রাখতে হবে।

বর্ষায় ভ্রমণে করণীয়

বর্ষা মৌসূমে ভ্রমণকালে নিচের উপাদানগুলো সঙ্গে রাখা অতীব জরুরী:-

  • ছাতা/রেইনকোট
  • হ্যান্ড স্যানিটাইজার
  • জরুরী ঔষুধ
  • জলরোধক জুতা
  • তোয়ালে
  • প্লাস্টিক জিপলক
বর্ষায় ভ্রমণে করণীয়

ছাতা/রেইনকোট

বর্ষায় ভ্রমণে ছাতা এবং রেইনকোট অবশ্যই রাখতে হবে, বহন করা যেতে পারে এমন ব্যাগে। ছাতা ও রেইনকোট ছাড়া ভিজলে ভ্রমণের আনন্দই একেবারে মাটি হবে।

হ্যান্ড স্যানিটাইজার

এটি আপনার ব্যাগে রাখতে পারেন। বর্ষার ভ্রমণে পরিষ্কার-পরিচ্ছন্নতায় মনোযোগী হতে হবে। মাথায় রাখতে হবে বর্ষাঋতু মানেই সংক্রমণের ঋতু । ওই সময়টাতে জ্বর, মাথা ব্যথা, কনজাঙ্কটিভাইটিস, ইউরিন ইনফেকশনসহ বহু রোগের দেখা মিলে। এ থেকে রক্ষা পেতে একাধিকবার হাত পরিষ্কার করতে হবে।

জরুরী ঔষুধ

বর্ষার ভ্রমণকালে পানি খেতে গিয়ে গোলমাল হয়ে যায়, এতে ঝুঁকি বাড়ায়। এ সময় সর্দি-কাশি-জ্বর হবার খুবই সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই জরুরী কিছু ওষুধ সাথে রাখা খুবই দরকার।

আরও পড়ুন: নিয়মিত মাসিক না হলে করণীয়

জলরোধক জুতা

বর্ষায় ভ্রমণে জুতা হবে জলরোধক ক্ষমতা সম্পন্ন। কেননা ভেজা জুতায় দীর্ঘক্ষণ ভ্রমন করা যায় না। ভেজা জুতা দীর্ঘক্ষণ পায়ে পরলে সংক্রমণের ঝুঁকি বাড়ে, সে সঙ্গে জ্বর-ঠান্ডার আশঙ্কাও থাকে। সম্ভব হলে এক জোড়া বাড়তি জুতা সঙ্গে রাখুন।

তোয়ালে

বর্ষার ভ্রমণে যখন-তখন বৃষ্টি নামে, তাই একটি ছোট তোয়ালে থাকা জরুরি। এতে চুল বা শরীর ভিজে গেলে ছোট্র তোয়ালে দিয়ে মুছে নিতে পারবেন । এমন তোয়ালে বেছে নিন, যেটি অতি সহজে পানি শোষণ কিংবা শুকিয়ে নেওয়া যায়।

প্লাস্টিক জিপলক

ব্যাগে একাধিক প্লাস্টিকের জিপলক পাউচ রাখুন। বৃষ্টির সময় সুরক্ষিত রাখতে মুঠোফোন, জরুরী ওষুধ, মোবাইল চার্জার, টাকা ভরে রাখতে পারবেন।

এছাড়াও বর্ষায় ভ্রমণে জামাকাপড় বেশি রাখতে হয়। যখন-তখন বৃষ্টিতে পোশাক ভিজে দুর্গন্ধ হয়, ঠাণ্ডাও লাগার সম্ভবনা। এতে করে অতিরিক্ত শুকনো কাপড় সঙ্গে রাখা খুবই জরুরী।

আশা করছি, বর্ষায় ভ্রমণে করণীয় লেখাটি পড়ে আপনি এখন থেকে বর্ষাকালে ভ্রমণ করতে হলে গুরুত্বপূর্ণ জিনিস পত্র নিতে ভুল করবেন না। আপনার ভ্রমণ হোক আনন্দময় সেই প্রত্যাশায় এখানেই ইতি।

Share This Post
Scroll to Top