বিশ্ব ভালোবাসা দিবস আসে যায়। আসে প্রপোজ ডে। চলে যায়। তবুও মনের মানুষকে প্রেম নিবেদন করতে পারছেননা অনেকেই। অবশ্যই প্রেম নিদেনের আগে যেনে নেওয়া উচিত কোন রাশির নারীরা কেমন পুরুষ পছন্দ করেন ?
অন্য একটি চমাৎকার বিষয়ও রয়েছে; পছন্দের নারীর রাশি দেখে অনেকেই চেষ্টা করেন মনের ভাব বোঝার!। জ্যোতিসশাস্ত অনুযায়ী জেনে নিন সেই সব রহস্য
- মেষ (২১ মার্চ থেকে ১৯ এপ্রিল): এই রাশির নারীরা রাখঢাক বেশি পছন্দ করেন না। জ্যোতিষ শাস্ত বলে, বেশিরভাগ এই রাশির নারীরা এমন পুরুষ পছন্দ করে; যারা প্রেমের কথা খুব সু—স্পষ্ট করে বলতে ভালবাসেন।
- বৃষ (২১ এপ্রিল থেকে ২০ মে): জ্যোতিষ শাস্ত্র মতে, এ রাশির নারীরা সাধারণত তাড়াহুড়ো একদম পছন্দ করেন না।
- মিথুন (২২ মে থেকে ২১ জুন): শাস্ত্র বলছে, অ্যাডভেঞ্চারপ্রেমী পুরুষদেরকে বেশি পছন্দ করেন মিথুন রাশির জাতিকারা। জ্যোতিষ সূত্রে, এই নারীরা বেশি আনন্দ থাকতে ভালবাসেন।
- কর্কট (২১ জুন থেকে ২২ জুলাই): জ্যোতিসশাস্ত, এ রাশির নারীরা খুবই আবেগপ্রবণ। আর অল্প ভালবাসাতেই খুব আনন্দপায়।
- সিংহ (২৩ জুলাই থেকে ২২ অগস্ট): এই রাশির নারীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। জ্যোতিষ বলছে, বিরক্তিকর কোনো কথা এদের সামনে না বলাই উত্তম।
আরও পড়ুন: যে অবস্থায় করতেই হবে ফরজ গোসল
- কন্যা (২৩ অগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): শুধু চেহারা নয়, এ রাশির জাতিকাদের কাছে মনের সৌন্দর্য্য খুব দামি। আপনি সেই বিচারে কতটুকু সুন্দর, তা যদি সহজেই দেখাতে পারেন; তবেই সে রাশির নারীদের মন জয় করার সম্ভাব।
- তুলা (২৩ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর): এ রাশির জাতিকাদের সাথে সব দিকে খুব ভারসাম্য রেখে চলতে পারেন। জ্যোতিষে বিশ্বাস থাকলে, এ রাশির নারীদের উপর থেকে চাপ সৃষ্টি না করাই উত্তম। চাপ সৃষ্টি করলে নিশ্চিত প্রেমের ভবিষ্যৎ অন্ধকার।
- বৃশ্চিক (২৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর): মনের কথা সহজে প্রকাশ করেন না এ রাশির নারীরা। কাউকে বিশেষ গুরুত্ব দিলেই, তবে তার কাছে মনের কথা খুলে বলুন। জ্যোতিষ মতে, এই নারীদের কাছে বেশি কথা গোপন করবেন না। গোপন রাখলে ফলাফল ভালো হবেনা।
আরও পড়ুন: সহবাস বা যৌ ন সঙ্গম নিয়ে কিছু ভুল ধারণা
- ধনু (২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর): বেশিরভাগ সময় হাসিখুশি থাকতে পছন্দ করেন এ নারীরা।
- মকর (২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি): এ রাশির নারীরা রহস্যময়ী না হলেও রহস্য খুবই পছন্দ । জ্যোতিষ মতে, তাদের মন পেতে নিজের মাঝে একটু রহস্য রাখতে হবে।
- কুম্ভ (২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি): এ রাশির নারীরা বুদ্ধিমান মানুষ পছন্দ করেন। তারা নিজেরাও খুব প্রতিভাবান হন। তাদের সঙ্গীর মধ্যেও তেমন কিছুই খোঁজেন।
- মীন (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): এ রাশির নারীরা ভালোবাসা পেতে এবং দিতে খুবই পছন্দ করেন। এসব নারীরা তাদের পছন্দের মানুষের অতীত নিয়ে ভাবতে রাজি নন। বরং ভালবাসা পেলেই তাতে খুশি এই রাশির নারীরা।
সম্মানিত ভিজিটর আমি আব্দুল কাইয়ুম, পেশায় আমি একজন গণমাধ্যমকর্মী। ব্লগ বলেন আর সংবাদ বলেন এটাই আমার নেশা ও পেশা। এই ব্লগের মাধ্যমে ভিজিটরদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করাই আমার ছোট্ট প্রয়াস মাত্র।