আজকের এই আর্টিকেলটি হচ্ছে পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার পদ্ধতি। এখানে আপনাকে জানানো হবে কিভাবে পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে হয়।
আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের বিদেশে যাওয়ার প্রয়োজন পড়ে, তখন পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স করাতে হয়। পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স না করালে বিদেশে যাওয়া যায় না। এটা খুবই জরুরী। অনেকে অবশ্য জানেন না কিভাবে পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করা যায়। তাদের জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ আর্টিকেল।
পুলিশ ক্লিয়ারেন্স কী ? What is Police Clearance ?
পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে পুলিশ ক্লিয়ারেন্স কী? পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে পুলিশ কর্তৃক আপনার ছাড়পত্র। অর্থাৎ আপনার নামে কোনো মামলা মোকাদ্দমা হয়েছে কি না? আপনি এর আগে কোন অপরাধের সাথে সংযুক্ত ছিলেন কি না? অথবা বর্তমানে কোনো মামলার সাথে জড়িত আছেন কি না? এই সকল যাবতীয় তথ্য সন্ধান করে একটি ছাড়পত্র তৈরি করা হয়। যদি আপনার কোনো প্রকার আইনি ঝামেলা না থাকে তাহলে আপনি খুব সহজে পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। পুলিশ ক্লিয়ারেন্স পেতে সরকারি একটি নির্দিষ্ট ফি ব্যতীত কোনো প্রকার টাকা খরচ করতে হয় না। অতএব কোনো প্রকার ঘুষের লেনদেন করবেন না।
পুলিশ ক্লিয়ারেন্স কেন প্রয়োজন? Police Clearance
অনেকেই আছেন স্কলারশিপ পেয়ে বিদেশে উচ্চশিক্ষা লাভ করতে যেতে চায়। কেউ বা আবার মাইগ্রেশন করতে চাই বিদেশে অথবা অভিবাসন প্রত্যাশী। বিদেশে ভ্রমণ করতে গেলে অথবা জীবিকার তাগিদে চাকরি করতে গেলে ওই সকল দেশ আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায়। শুধু যে আপনার নাম ঠিকানা তা কিন্তু নয়। আপনি কোনো অপরাধের সাথে জড়িত কি না সেটা তারা জানতে চায়। এ সকল কারণে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়। অতীতে এবং বর্তমানে আপনি যদি কোনো প্রকার আইনি ঝামেলায় না পড়েন বা অপরাধমূলক মামলা মোকদ্দমায় না জড়ান, তাহলে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন।
আরও জানতে : পাসপোর্ট রিনিউ কিভাবে করতে হয়
পুলিশ ক্লিয়ারেন্স কোথায় পাওয়া যায়?
একটা সময় ছিল যখন মেট্রোপলিটন পুলিশ অফিস গুলোতে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স আনতে হতো। সেটা ছিল খুবই সময় সাপেক্ষ এবং জটিল। সাধারণ মানুষেরা এই সকল জটিলতা বুঝতো না তাই তারা দালাল ধরত। কিন্তু বর্তমানে সকল কিছু অনলাইনে হচ্ছে। তাই আগের মতো ঝামেলা বা জটিলতা কোনোটাই নেই। এখন আপনি খুব সহজেই অনলাইনে ফরম ফিলাপ করে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে পারেন। এর জন্য প্রয়োজন হবে আপনার সকল সঠিক তথ্য, ভোটার আইডি কার্ড অথবা অনলাইনে রেজিস্ট্রেশন করা জন্ম নিবন্ধন, বৈধ পাসপোর্ট যেটার কমপক্ষে তিন মাস মেয়াদ আছে। পুলিশ ক্লিয়ারেন্স করতে প্রয়োজন পড়বে মাত্র ৫০০ টাকার ব্যাংক ড্রাফ্ট।
পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার পদ্ধতি
আপনারা ইতিমধ্যেই জানেন কেন পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে হয়। এবার আপনাদেরকে জানাবো পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করার পদ্ধতি। এটা তেমন একটা জটিল কিছু নয়। খুব সহজেই আপনি পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন কম্পিউটার, ল্যাপটপ অথবা স্মার্টফোন।
পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে হলে আপনাকে তেমন একটা পারদর্শী হতে হবে না এই সকল ডিভাইস চালাতে। তবুও যদি আপনার অসুবিধা হয় তাহলে কারো সাহায্য নিতে পারেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে হলে সর্ব প্রথম আপনাকে লগইন করতে হবে “pcc.police.gov.bd” এই ওয়েবসাইটে। এরপর এখানে My Account থেকে Application Information ফর্মে পুলিশ ক্লিয়ারেন্স চেক আবেদনের রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার সাবমিট করে Search বাটনে ক্লিক করুন। পরবর্তীতে আপনি একই ওয়েবসাইটের My Account পেইজের ঠিক নিচে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর অর্থ আপনার আবেদন কোনো পর্যায়ে আছে সেটার বর্ণনা। সেখানে ইংরেজিতে বেশ কিছু লেখা থাকবে যেগুলো হয়তো আপনি নাও বুঝতে পারেন। তাই আপনাদের সুবিধার্থে পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক আর্টিকেলের শেষে ওই সকল স্ট্যাটাসের বিস্তারিত বর্ণনা দেওয়া হবে।
আরও জানতে: পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে
অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম
অন্য কারো পুলিশ ক্লিয়ারেন্স অনলাইন চেক করার পদ্ধতি
এমনও হতে পারে আপনার অন্য কারো পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন চেক করতে হতে পারে। সে ক্ষেত্রে আপনি নিচের নিয়ম অনুসরণ করে খুব সহজে পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পারবেন।
প্রথমত আপনাকে আপনাকে ঢুকতে হবে হবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট pcc.police.gov.bd এই লিংকটিতে। এরপর এখানে থাকা SIGN IN অপশন থেকে আপনার পূর্বের রেজিস্টার্ডকৃত মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করে নিতে হবে। এরপর ওয়েবসাইটের মেনু থেকে My Account অপশন সিলেক্ট করে সেটাতে ক্লিক করবেন।
যদি আপনার ওই একাউন্ট এর মাধ্যমে কোনো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন থেকে থাকে, তাহলে সেটা My Account অপশনের নিচে ওটার স্ট্যাটাস দৃশ্যমান অবস্থায় পাবেন। তবে আপনি যেহেতু অন্য কারো পুলিশ ক্লিয়ারেন্স এপ্লিকেশন চেক করবেন তাই নিচে বর্ণিত পরবর্তী পদ্ধতি অনুসরণ করুন।
অন্যের পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে পূর্ব বর্ণিত ওয়েবসাইটে গিয়ে এই পেইজের সার্চ অপশনে গিয়ে পণ্যের পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের রেফারেন্স নম্বর এবং পাসপোর্ট এর নম্বর সাবমিট করে সার্চ করুন। এরপর দেখতে পাবেন সেটার বর্তমান অবস্থা কেমন। সেখানে বিভিন্ন ধরনের স্ট্যাটাস থাকতে পারে যেগুলোর একেকটার অর্থ একেক।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক বিভিন্ন স্ট্যাটাসের অর্থ
Under Verification– এটার অর্থ হলো আপনার আবেদন সংশ্লিষ্ট থানায় তদন্ত বা যাচাই কার্য চলছে।
Application Rejected – যদি আপনি সার্চ করার পর এই স্ট্যাটাস দেখতে পান তাহলে বুঝতে হবে— আপনার আবেদনটি সঠিকভাবে করা হয়নি। অথবা আপনি নিশ্চয় কোনো তথ্য ভুল দিয়েছেন। অথবা আপনার সম্পর্কে কোনো অভিযোগ পাওয়া গেছে। যার ফলে আবেদনপত্রটি বাতিল করা হয়েছে।
Certificate Printed – এই স্ট্যাটাসটির অর্থ হলো— সংশ্লিষ্ট থানায় তদন্ত বা যাচাই কাজ শেষ হয়েছে এবং সেটা মুদ্রণ হয়ে গেছে। কিন্তু এটাই শেষ নয়। এরপর এটা থানার ওসির কাছে স্বাক্ষরের জন্য যাবে। এরপর সেটা সংশ্লিষ্ট জেলা বা মহানগরের বড় পুলিশ কর্মকর্তার কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হবে। এরপর সেটা যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বাক্ষরিত হবার জন্য। সর্বশেষে আপনার কাছে এসে পৌঁছাবে।
By OC – এটার মানে হচ্ছে তদন্ত কর্মকর্তার দ্বারা যাচাই করা শেষ হয়েছে এবং সেটা মুদ্রণও হয়ে গেছে। এখন এটা সংশ্লিষ্ট থানার ওসির কাছে স্বাক্ষর করার জন্য পাঠানো হয়েছে।
Signed By DC/SP – এই স্ট্যাটাসটি থাকলে বুঝবেন, আপনার মুদ্রণ করার সার্টিফিকেট সংশ্লিষ্ট থানার ওসির দ্বারা স্বাক্ষরের পর সেটা সংশ্লিষ্ট জেলা বা মহানগরের ডিসি বা এসপির স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।
Ready For MoFA Verification – এটা দেখলে আপনাকে বুঝবেন সংশ্লিষ্ট থানার ওসি, এরপর জেলা বা মহানগরের ডিসি বা এসপির কাছ থেকে স্বাক্ষরিত হওয়ার পর আপনার সার্টিফিকেট পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কর্মকর্তার নিকট। এই প্রক্রিয়াটিকেই মন্ত্রণালয়ের যাচাই করা।
Ready for delivery – স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাইয়ের পর এটা চলে আসবে আপনার সংশ্লিষ্ট জেলা বা মহানগরের পুলিশের হেড অফিসে। এটা আপনাকে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত। অতএব আপনি গিয়ে সরাসরি সেটা নিয়ে আসতে পারেন।
Delivered – আপনাকে যখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হবে তখন এই স্ট্যাটাস দেখা যাবে। অর্থাৎ আপনাকে ডেলিভারি দেওয়া সম্পন্ন হয়েছে।
উপসংহার
আমাদের মধ্যে অনেকেই জানে না কিভাবে পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে হয়। আশা করি তাদের জন্য এই আর্টিকেল উপকারে আসবে। কোনো দালালের খপ্পরে না পড়ে নিজে নিজেই অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স চেক আবেদন করুন। তাহলে খুব কম খরচে আবেদন করতে পারবেন। অতঃপর অনলাইনে পাসপোর্ট নম্বর দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স চেক করে ফেলুন।
সম্মানিত ভিজিটর আমি আব্দুল কাইয়ুম, পেশায় আমি একজন গণমাধ্যমকর্মী। ব্লগ বলেন আর সংবাদ বলেন এটাই আমার প্রিয়। এই ব্লগের মাধ্যমে আমি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে ভিজিটরদের সহযোগিতা করার ছোট্র প্রয়াস।